Sunday 26 March, 2017

গুলিবিদ্ধ এমপি লিটন নিহত

প্রকাশের সময়: Sat, Dec 31st, 2016 | জাতীয় / লীড নিউজ / স্লাইডার
Loading...
.

fgfhfগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়ি বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাংসদের স্ত্রী ফোন করে তাঁর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা এখনো ঘটনাস্থল পরিদর্শন করিনি।’

প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অজ্ঞাতনামা তিন যুবক একটি মটরসাইকেলে করে সাংসদের সুন্দরগঞ্জের বামনডাঙ্গার বাড়িতে যান। একজন মোটরসাইকেলে বসে ছিলেন। বাকি দুজন সাংসদের বাড়ির বৈঠকখানায় যান। সাংসদ বৈঠকখানায় ছিলেন। এ সময় তিনটি গুলির আওয়াজ পাওয়া যায়। এর পরপরই দুজন দ্রুত বৈঠকখানা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাংসদ মনজুরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাংসদের ডান হাতে দুটি ও বুকের ডান পাশে একটি গুলি লেগেছে।

.

 

Loading...
.
উপরে